
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মী নিয়ে ব্যাপক শোডাউন করেছেন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ শোডাউন করা হয়। এ-র আগে পথসভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, যুবদলের যুগ্ম আহবায় আশরাফ মোল্লা, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, এখনো চক্রান্ত চলছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ চক্রান্ত মোকাবেলা করা হবে।
আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ চক্রান্ত মোকাবেলা করে বিএনপি সরকার গঠন করবে।