
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান সদ্য বিএনপিতে যোগদানকারী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে ইঙ্গিত করে বলেন, আমাদের দলের একজন শিল্পপতি গত ২২ সেপ্টেম্বর ২০ টাকা দিয়ে দলের নতুন সদস্য ফরম পূরণ করেছেন।
সারা বাংলাদেশে এরকম পাঁচ কোটি লোক নতুন সদস্য ফরম পূরণ করেছে। ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে কয়েক লাখ নতুন সদস্য হয়েছে। কিন্তু গত ২২ সেপ্টেম্বর একজন বিএনপি নতুন সদস্য ফরম পূরণ করে আমার মনে হয় তিনি নারায়ণগঞ্জ বিএনপি'র মালিক মুক্তার বনে গেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথাগুলো বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি মানিক মুক্তার হয়ে বিএনপি'র পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে যারা জেল খেটেছিল, যারা স্বৈরাচারী সরকারের বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিল, যারা শত শত মামলা খেয়ে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেরিয়েছে, গত ১৫ বছর যারা মিটিং মিছিল করেছে তাদের বিরুদ্ধে আপনি গতকাল এসে আজকেই কথা বলবেন সেটা কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না। সুতরাং সাবধান হন। সাবধানতার সাথে দলের জন্য কাজ করেন।
তিনি আরও বলেন, আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আপনি যদি সহযোগিতার হাতকে দুর্বল মনে করেন তাহলে কিন্তু সেটার দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমরা কিন্তু এতটা দুর্বল নই। আমরা বলতে চাই সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত যারা রাজপথের পরীক্ষিত নেতাকর্মী তারা কিন্তু সবাই আমাদের পক্ষে আছে।
সুতরাং এসেই আমাদের সাথে তুলনা করবেন সেটা কিন্তু হবে না। আমরা চাই আপনি সদস্য ফরম পূরণ করেছেন সদস্য পদ পেয়েছেন সেটা সদ্ব্যবহার করবেন। আমরা বেশি কিছু করতে বলতে চাই না আমি আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে।