নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে ২ চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫১, ২৬ মে ২০২২

সোনারগাঁয়ে ২ চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটপাতের দোকানদারদের থেকে চাঁদা উত্তোলনের সময় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৫ মে) কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-মৃত হাজী পিয়ার আলী, সাং-সোনাপুর মান্নান মেম্বারের বাড়ী, সোনারগাঁ এবং মোঃ লাবলু ভূঁইয়া (৪৯), পিতা-মৃত তোতা মিয়া ভূঁইয়া, সাং-সোনাপুর মান্নান মেম্বারের বাড়ী, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।

 


র‌্যাব-১১ গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদাবাজি করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৪ হাজার ৭০৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 
 

সম্পর্কিত বিষয়: