গোপালগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইকু শিকদার (৩৫) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইকু শিকদার গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার দত্তভাঙ্গা গ্রামের মৃত ঝিলু শিবদারের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি জানান, ধৃত আসামী অতিরিক্ত দায়রা জজ আদালত, গোপালগঞ্জ, সেসন মামলা নং-২৩/২০০৮, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর “হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাসহ ১০,০০০ টাকা জরিমানা পরোয়ানাভুক্ত পলাতক আসামি”।
মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


































