নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৬৫ বোতল ফেনসিডিলসহ মো. ফয়সাল বেপারী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩।
এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকামেট্টো ট-২০-৩২৩৩), দুটি মোবাইলফোন এবং নগদ ১৮৩০ টাকা জব্দ করে। গ্রেপ্তারকৃত মো. ফয়সাল বেপারী চাঁদপুর জেলার হাইমচর থানার আলগি বাজার গ্রামের মৃত মোস্তফা বেপারীর ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় সে বর্তমানে জামিনে রয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত মো. ফয়সাল বেপারী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকের চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
মূলত সে পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করার ছলে ট্রাকে করে পণ্যের আড়াঁলে অবৈধ ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


































