নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ জুলাই ২০২৫

ফতুল্লায় তিন দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০৬, ৩১ মার্চ ২০২৩

ফতুল্লায় তিন দোকানিকে জরিমানা

রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতে ফতুল্লার ভুইগড়ে তিন দোকানীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (৩১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।  এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।


নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, বাজারে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে তিনটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 


এ সময় বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি না করার জন্য সচেতন করা হয়।