নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় রিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:১২, ২২ নভেম্বর ২০২৩

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় রিকশা চালকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায় নি। এ ঘটনায় বাস চালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন। 

 

এর আগে বুধবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সাহেবপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাসটি রিকশাচালকের উপর দিয়েই চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশসহ স্থানীয় জনতা বাসটি আটক করে। 

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার জন্যে পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি.

 

সম্পর্কিত বিষয়: