নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৯ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে সায়েম নামে এক কিশোর নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৮, ২৪ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সায়েম নামে এক কিশোর নিখোঁজ

 সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের ভূমিপল্লি এলাকা থেকে মো: সায়েম আহাম্মেদ (১৪) বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার ২২ নভেম্বর দুপুর ১২ টার দিকে আটি হাউজিং ভূমিপল্লি এলাকা থেকে কিশোরটি নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাচ্ছেনা তার পরিবার।

নিখোঁজ মো: সায়েম আহাম্মেদ সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আাটি হাউজিং ভূমিপল্লি এলাকার মো: শাহরিয়া আহাম্মেদ এর ছেলে।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের পিতা মো: শাহরিয়া আহাম্মেদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং-১৫০০। তারিখ: ২৩-১১-২৪। নিখোঁজ সায়েমের উচ্চতা ৪ ফুট, পরণে ছিল হলুদ রঙের গেঞ্জি এবং গ্রে রঙের ট্রাউজার।

রবিবার (২৪ নভেম্বর) নিখোঁজ কিশোরের পরিবার সাংবাদিকদের জানায়, গত শুক্রবার ২২ নভেম্বর দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে বের হয় তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খুঁজেও ছেলেকে না পেয়ে তাঁদের চরম উৎকণ্ঠায় দিন কাটছে।

যদি কেউ কিশোরটির সন্ধান পান তাহলে, তার পিতা শাহরিয়ার আহমেদ (০১৩১২১৬৪০৭৫) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।