 
				
					ফতুল্লার দাপায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগে আমানউল্লাহ (৫২) কে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত আমানউল্লাহ বাক প্রতিবন্ধী ও ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হোসেনের শ্বশুড় বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১১ দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরস্থ খেজপাড়া এলাকায়।
জানা যায়, বুধবার রাত ১১ টার দিকে গ্রেফতারকৃত আমানউল্লাহ একই বাড়ীর ভাড়াটিয়ার ৫ বছরের শিশু কন্যা কে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলায় এক পর্যায়ে মুখ চেপে ধর্ষণের চেস্টা করে। শিশুটি ডাক চিৎকার করলে পাশ্ববর্তী ভাড়াটিয়া পুরুষ-মহিলারা এগিয়ে এসে বিষয়টি দেখতে পেয়ে আমানউল্লাহ কে আটক করে গণপিটুনী দেয়।
ঘটনার সংবাদ পেয়ে আমান উল্লার মেয়ের জামাই বিএনপি হোসেন ও অপর এক থানা বিএনপি নেতা স্থানীয় ভাবে মিমাংসার চেস্টা করেন। কিন্ত এরই মধ্যে ঘটনার সংবাদ পৌছে যায় ফতুল্লা থানা পুলিশের নিকট। রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মধ্যস্থকারীরা সটকে পরেন। পুলিশ আমান উল্লাহ কে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন জানান,  বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									