
বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতার পুত্র মেজবাউদ্দিন মিলন (৪২)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন মিলন বন্দর উপজেলার পিচকামতাল এলাকার আব্দুল কাদির ডিলারের ছেলে।
গ্রেপ্তারকৃতকে শনিবার (৩ মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮ (১২)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২ মে) রাতে বন্দর উপজেলার কামতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃত মেজবাউদ্দিন মিলন দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনিতী সাথে জড়িত ছিলেন। তার পিতা কাদির ডিলার মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।