নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ মে ২০২৫

 সোনারগাঁয়ে মহাসড়কের পাশ থেকে ২ যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১২, ২১ মে ২০২৫

 সোনারগাঁয়ে মহাসড়কের পাশ থেকে ২ যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে মহাসড়কের পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২১ মে) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩২-৩৫ বছরের মধ্যে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা এবং পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।