
নিহত আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী কাশেম পড়া এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হ'য়েছে। শুক্রবার (২৩ মে) রাতে এই ঘটনাটি ঘটে।
নিহত কিশোর আব্দুল্লাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সে নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার স্থানীয় বাসিন্দা শামীম খানের ছেলে।
শামীম খান জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার কত বড় তোর চিকিৎসক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।
পরে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে হাসতালে নেয়া হলে তাকে মৃত ঘেষণা করে চিকিৎসক। এঘটনায় আমরা ছাব্বির নামে একজনকে আটক করেছি।
এদিকে নিহত আব্দুল্লাহ বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।