নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ আগস্ট ২০২৫

ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৬, ১৭ জুন ২০২৫

ফতুল্লায় ড্রেন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

 ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা করুনা সরকার জানান, তিনি ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রীকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। স্ত্রী দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে (২৫) নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন। জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করে আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করেন। গত রাত (সোমবার) ৯টা থেকে জনি নিখোঁজ ছিলো। সকালে খবর পেয়েছি ড্রেনে একটি বস্তাবন্দি লাশ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে লাশ বের করলে জনিকে সনাক্ত করেন তিনি।


ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্লাষ্টিকের বস্তায় হাত পা বাধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার কারন পাওয়া যাবে। এঘটনায় যারা জড়িত তাদের সনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: