
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার চাপাতলি এলাকার এলাকার আলমগীর হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রকিবুল হাসান রাব্বি (৩০) ও একই থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার আজিউল্ল্যাহ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ঈসমাইল হোসেন (৩২)।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।