নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত ৪  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৮, ২১ জুলাই ২০২৫

বন্দরে সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত ৪  

বন্দরে পৈতৃক সম্পত্তি বিক্রি করাকে কেন্দ্র করে পাষান্ড ছোট ভাই ও তার সাঙ্গপাঙ্গদের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলো হাসিনা বেগম (৫২) ডলি বেগম (৪০) আফসানা বেগম (২৫) ও সিয়াম (২০)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।

শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত বড় বোন হাসিনা বেগম বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার দুপুরে হামলাকারি পাষান্ড ছোট ভাই ইকবাল ওরফে লেকিন বাবু তার স্ত্রী বকুল বেগম, এবং তাদের দুই মেয়ে কলি বেগম ও মলি বেগমকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুরান বন্দর শহীদি মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা হাসিনা বেগম (৫২) তার ছোট দুই বোন আসমা বেগম ও ডলি বেগম ওয়ারিশ সূত্রে পাওয়া ১.২৫ শতাংশ জমি হাসিনার মেয়ে জান্নাতুল ফেরদৌসের কাছে বিক্রি করেন।

জমি বিক্রির পর থেকেই ছোট ভাই  ইকবাল ওরফে লেকিন বাবু তার স্ত্রী বকুল বেগম (এবং তাদের দুই মেয়ে কলি বেগম  ও মলি বেগম অভিযোগের বাদিনীকে গালিগালাজ ও হুমকি দিয়ে আসছেন। শনিবার সকালে তিনি উক্ত জায়গায় নির্মাণকাজ শুরু করলে উল্লেখিত বিবাদীরা এসে কাজ বন্ধ করে দেন।

পরে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাপঝোক করতে গেলে উল্লেখিত সন্ত্রাসী পরিবার  নির্মাণ শ্রমিকসহ উপস্থিত সবাইকে এলোপাথাড়ি মারধর করে আহত করে।