
বন্দরে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য নূরে আলম ভাল্লুক (৫২)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত নূরে আলম ভাল্লুক বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার মৃত ডাকাত সরদার সামু মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য ভাল্লুককে বন্দর থানার দায়েরকৃত ২(১০)২৪ নং ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৫ জুলাই) রাতে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মাহামুদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ভাল্লুক নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য নূরে আলম ভাল্লুক দীর্ঘ দিন ধরে বন্দরসহ বিভিন্ন থানায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানা সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।