
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় বেড়েছে চোরের উপদ্রব। কোনোভাবেই চোরদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। চোররা যেন চুরির অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে এই এলাকাটি।
জানা গেছে, গত এক সপ্তাহে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় দুটি দোকান এবং দিনে-দুপুরে চার বাড়ি থেকে টাকাসহ স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুই বাড়িতে আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে নষ্ট করেছে।
বুধবার (২০ আগষ্ট) দুপরে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় সাংবাদিক নজরুল ইসলাম সুজনের ঘরের তালা ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগত ৪৫ হাজার টাকা নিয়ে যায়।
এরআাগে আবদুল খালেদের বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা ও আবুল হোসেনের বাড়ি থেকে তিন আনা স্বর্ণালংকার ও সাত হাজার টাকার প্রাইজবন্ড লুট করে নিয়ে গেছে, রুবেল মিয়ার বাড়িতে মোবাইল,টাকা সংঘবদ্ধ চোরের দল লুট করে নিয়ে যায়।
এ ছাড়াও আবুল বাশার মিয়া ও আরমানের দোকানের টিন কেটে মালামাল লুট করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল। এছাড়াও একাধিক বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যায়।
স্থানীয়রা বলেন, ‘আমরা এখন অনেক ভয়ে থাকি আবার কখন সবকিছু চুরি হয়ে যায়। অতিদ্রুত এই চোরদের গ্রেপ্তার করা না হলে চুরি থামবে না। এই সংঘবদ্ধ চোরদের কাছ থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।’
সাংবাদিক নজরুল ইসলাম সুজন জানান, দিনের বেলায় আমার বাড়িতে চোর হানা দিয়ে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ সুযোগে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা এলাকাবাসী এই সংঘবদ্ধ চোরের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চাই।