
আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে সাবিদ হাসান (২০) নামে এক যুবকের ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশ উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাবিদ হাসান ও্ই এলাকার মনির হোসেন (দরপন মিয়ার) ছেলে।
ভিডিওতে দেখা গেছে, বিগত দুইদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। যাতে সাবিদকে একটি পিস্তল ও গুলিভরা ম্যাগজিনসহ পিস্তুল তাক করতে দেখা যায়। এ ভিডিওর সাথে লেখা ছিল ২০২৪ এর ৫আগষ্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পিস্তল এটি।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ২২ আগষ্ট শুক্রবার খানপাড়া এলাকায় তাদের বসত বাড়িতে সাবিদ হাসান, তার ঢাকার মিরপুর এলাকার খালাতো ভাই রাকিব (২৪) ও খালাতো ভাইয়ের বন্ধু আল আমিন (২৪) মিলে পিস্তল নিয়ে সাবিদ হাসানের মোবাইল দিয়ে ভিডিও করে। পরে সাবিদের মোবাইল থেকেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গ্রেপ্তারের পর পিস্তলটি খালাতো ভাই রাকিব ও তার বন্ধু আল আমিন নিয়ে গেছে বলে সাবিদ পুলিশকে জানায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, ভিডিওতে যাকে দেখা গেছে, তাকে আটক করা হয়েছে। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি। আমরা খতিয়ে দেখছি অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কিভাবে তার হাতে গেল।
তিনি আরো জানান, সাবিদকে জিজ্ঞাসাবাদ চলছে। সে কোনো রাজনৈতিক বা সংগঠনের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।