নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর স্বল্পেরচক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনী (৩৬) একই সালেনগর এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াছিন (৩২)|

লাউসার এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার হোসেন (৪২) বন্দর রেললাইন এলাকার রাকিব ওরফে রাকিল মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী আরমান (২৪) ও সোনাকান্দা এলাকার ফজল করিম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী বাদল (৪০)।