
ফতুল্লায় দুই যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ফতুল্লার শিয়াচর লালখাস্থ পিটিআই ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো সাগর (৩০) ও মোঃ সুজন শেখ(৩০)।
এ ঘটনায় আহত সুজন শেখ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ নয়ন ওরফে নাইক্কা নয়ন (৩২), দরবার মিয়া (২৪), জনি (৩৫),আশরাফুল (২০), সোবহান (২৩), ইব্রাহিম (২৩), রাজিব (২৩) সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা সকলেই পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা,চুরি,ছিনতাই,চাঁদাবাজী সহ সমাজ বিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
সোমবার রাত সাতটার দিকে বাদীর পরিচিত ফয়জুল ইসলাম নামের এক সহোযোগির নিকট থেকে জোড়পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ফয়জুল ইসলাম তাদেরকে অবগত করে।
পরবর্তীতে মঙ্গলবার রাত সাতটার দিকে বাদী সহ আহত সাগর অভিযুক্ত আসামীদের কে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার বিষয়ে জানতে চেয়ে টাকা ফেরৎ দেওয়ার জন্য বলে।
এতে করে অভিযুক্ত আসামীরা ধারালো অস্ত্র দিয়ে বাদী সহ তার সহোযোগি সাগর কে এলোপাতাড়ি কোপায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।