বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ যুবকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বন্দর উপজেলার মুছাপুর এলাকার আমির হোসেন মিয়ার ছেলে মেহেদী (২৫) একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মেহেদী (২৪) একই এলাকার হাজী জামান মিয়ার ছেলে রোহান (২৫) ও একই এলাকার হাজী সিরাজ মিয়ার ছেলে মোক্তার হোসেন (৪৮)।
আটককৃতদের সোমবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাতে বন্দর ইউনিয়নের হাজী সাহেবেরমোড় এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।


































