
বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক বিক্রেতা ইমন বন্দর উপজেলার ফনকুল এলাকার নান্নু মিয়া ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে ধৃততের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃত কারবারিকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টায় বন্দর থানার দাঁশেরগাও এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।