নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ নভেম্বর ২০২৫

২০নং ওয়ার্ডের ১০০ ফিট রাস্তায় ময়লা-আবর্জনার স্তুপ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৬, ৯ নভেম্বর ২০২৫

২০নং ওয়ার্ডের ১০০ ফিট রাস্তায় ময়লা-আবর্জনার স্তুপ 

বন্দরে ময়লা-আবর্জনায় ছেয়ে গেছে ২০নং ওয়ার্ডের ১০০ফিট রাস্তাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এক শ্রেণীর অসাধু লোকজন নির্বিঘ্নে ওয়ার্ডের ১০০ফিট রাস্তা দখল করে বিভিন্ন অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান জুড়ে বসেছে। 

অন্যদিকে নিয়মিত ময়লা-আবর্জনা পরিস্কার না করায় ওয়ার্ডের প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা ময়লা-আবর্জনায় একাকার হয়ে আছে। এসব ময়লা-আবর্জনা দিনের পর দিন স্তুপ আকারে পড়ে থাকায় ওইসকল রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার হাল্কা ও ভারী যানবাহণ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। 

একই কারণে পথচারী ও জনসাধারণকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আনাগোনা করতে হয়। অন্যান্য ওয়ার্ডের ন্যায় এই ওয়ার্ডেও কোন জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ কোন প্রতিকার চাইতে ব্যর্থ হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে উক্ত ওয়ার্ডের জনৈক নারী জানান,সিটি কর্পোরেশন বড় বড় রাস্তা করেছে ঠিকই কিন্তু এগুলো রক্ষাবেক্ষনের কোন বালাই নেই।

পরিচ্ছন্নকর্মীরাও ঠিকমতো কাজকর্ম করেনা যে কারণে প্রতিদিনই ময়লা-আবর্জনা স্তুপ আকারে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। কে বলবে এসব সমস্যার কথা কার কাছে বলবে বলার মানুষটিও আমরা খুঁজে পাইনা। 

আগে কাউন্সিলর ছিল কিছু বলতে পারতাম এখনতো তাও নেই। বিষয়টি সিটি কর্পোরেশনের উর্দ্ধতন কর্মকর্তাদের গোচরে আসা উচিত। 

সম্পর্কিত বিষয়: