নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৯ নভেম্বর ২০২৫

শহরের দুটি স্কুলে শিল্পপতি বাবুলের পানি বিশুব্ধকরণ ইউনিট স্থাপন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩০, ৯ নভেম্বর ২০২৫

শহরের দুটি স্কুলে শিল্পপতি বাবুলের পানি বিশুব্ধকরণ ইউনিট স্থাপন 

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ও নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে পানি বিশুদ্ধকরণ রিভার্স অসমোসিস ইউনিট স্থাপন করেছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

রবিবার (৯ নভেম্বর) নিজে উপস্থিত হয়ে ২টি স্কুলে পানি বিশুদ্ধকরণ রিভার্স অসমোসিস ইউনিট প্রদান করেন।

বেলা ১১টায় তিনি নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে যান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, সিনিয়র শিক্ষক ফজলুল হক, জহিরুল হক মোল্লা সহ অন্যান্য শিক্ষকদের সাথে সাক্ষাৎ শেষে পরিশোধন ইউনিটটি হস্তান্তর করেন এবং তা স্থাপনের ব্যাবস্থা করেন। শেষে স্কুলের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা  তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর বেলা ১টায় তিনি নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে যান। সেখানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, আব্দুল মান্নান মিয়া, মহিউদ্দিন আহমেদ, শিক্ষিকা রোজিনা বেগম সহ অনান্য শিক্ষকরা তাকে স্বাগত জানান।

তিনি প্রধান শিক্ষকের কাছে পানি বিশুদ্ধকরণ ইউনিটটি হস্তান্তর করেন এবং তাৎক্ষণিক স্থাপন করেন। স্থাপন শেষে তিনি নিজে সেটি চালু করেন এবং পানি পান করেন। এসময় শিক্ষার্থীরা তার সাথে দেখা করে করমর্দন করে।

বার একাডেমী স্কুলের প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির আবু জাফর আহমেদ বাবুলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, বাবুল ভাই এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র।

সামাজিক দায়িত্ব থেকে তিনি আজকে আমাদের স্কুলে এই সুপেয় পানির ব্যবস্থা করেছেন। তোমরাও একদিন বড় হবে এবং নিজেকে আদর্শবান হিসেবে প্রতিষ্ঠিত করবে।

আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা মেটানোর কথা উপলব্ধি করে এ ফিল্টারগুলো স্কুল স্থাপন করলাম। পানিবাহিত বিভিন্ন রোগে এখন চারদিকে মানুষ আক্রান্ত, সুপেয় পানির খুব অভাব।

তাই আমার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের কথা চিন্তা করে এবং পানির কারণে যেন কেউ অসুস্থ না হয় তাই আমার এ ব্যবস্থা। জনস্বার্থে আমার এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত বিষয়: