আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ব্যাপক গণসংযোগ করে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি।
রোববার (৯ অক্টোবর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণসংযোগটি বন্দর উপজেলার ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজা থেকে শুরু হয়ে বন্দর উপজেলা পরিষদ রোড, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, আলী সাহরদী ও শুভকরদী হয়ে কলাগাছিয়া বাজারসহ বিভিন্ন স্থানের সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের মাঝে ৩১দফার লিফলেট বিতরণ করেন এবং নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে দৃষ্টিনন্দন ও উৎসবমুখর এ লিফলেট বিতরণ ও ধানের শীষে মার্কায় ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে রাজপথ মুখরিত হয়ে ওঠে শ্লোগানে।
লিফলেট ও গণসংযোগ পূর্বে বক্তব্যে বক্তারা বলেন, “বিগত ১৫ বছর আমরা ধানের শীষে ভোট দিতে পারিনি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে এবার জনগণ মন ভরে ধানের শীষে ভোট দেবে। কলাগাছিয়ার পূর্বের উন্নয়নের সারথি হলো বিএনপি। বিএনপি ক্ষমতায় এলে কলাগাছিয়ার মানুষের আশা পূরণ হবে।”
তারা আরও বলেন, “আমরা সবসময় দলের প্রতি আনুগত্যশীল। দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। দল মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে — তিনি একজন ভালো মানুষ। তিনি নির্বাচিত হলে জনগণের এমপি হবেন। আসুন, আমরা সকল অভিমান ভুলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হই।”
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি নেতা আব্দুল সাত্তারসহ কলাগাছিয়া ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


































