বন্দর ওমর ফারুক (২৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে বন্দর রেলী আবাসিক এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারী যুবক ফারুক উল্লেখিত বাড়ি ভাড়াটিয়া মৃত আলী হোসেন মিয়ার ছেলে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
আত্মহত্যাকারি যুবকের মা জানান, ওমর ফারুক ৬ বছর যাবত মানসিক প্রতিবন্ধী।
ঢাকা মানসিক হাসপাতালের অধিনে চিকিৎসারত ছিল। রোববার দুপুরে খাবার দিতে ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে বন্দর থানা পুলিশ লাশের সুরতহাল করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ রাতে দাফন সম্পর্ন করা হয়।


































