বন্দরে জাপা দোসর কামাল চেয়ারম্যানের ঘনিষ্ট সহযোগি প্রতারক কাইয়ুম (৩০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আটককৃত প্রতারক কাইয়ুম বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে।
পুলিশ আটককৃত প্রতারককে ৫৪ ধারায় শনিবার (২২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার জাঙ্গাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
এদিকে জাপা দোসর কামাল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হওয়া সত্বেও প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে মামলা না দিয়ে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণের ঘটনায় র্তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, গত ২০২৩ইং সালে ইউপি নির্বাচনে প্রতারক কাইয়ুম জাপা নেতা কামাল চেয়ারম্যানের পক্ষ নিয়ে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালানো অভিযোগ রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের উপর সন্ত্রাসী হামলা চালানোসহ গনমাধ্যমকর্মী পরিচয়ে দীর্ঘ দিন সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিল।


































