আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগর বিএনপি আহবায়ক অ্যাড: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ ৫ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়ার গুঞ্জনে বন্দরে মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি নেতা আরিফুল রহমান কাজল।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার সোনাকান্দা এলাকায় পথচারিদের মাঝে এ মিষ্টি বিতরণ করেন তিনি।
উপজেলা বিএনপি নেতা আরিফুল রহমান কাজল এক প্রতিক্রিয়ায় জানান, বিএনপি হাইকমান্ড দলের ত্যাগী নেতাকে মূল্যায়ন করায় তারেক রহমানসহ বিএনপি কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
অ্যাড. সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের আস্থার প্রতিক। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষ প্রতিককে নির্বাচিত করব।


































