নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জের দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৫, ১৯ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জের দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেপ্তার

‎রূপগঞ্জের ডাকাতি, চাঁদাবাজি, ব্লাক মেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা উপ পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত নাজমুল হাসান টিপু ওরফে সুমন ঝালকাঠি জেলার ঝালকাঠি সরদের আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। 

রূপগঞ্জ থানা ওসি সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান। 
‎‎সংবাদ সম্মেলনে ওসি সবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী।

সে দীর্ঘদিন ধরে  সাংবাদিক ও রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্লাকমেইল করে মোবাইল ফোনে অর্থ দাবি করে আসছে। 

তার অপপ্রচারে শিকার হওয়া সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাজমুল হাসান টিপুর সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।