নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫১, ২১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের রায় এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াত নেতা কফিল আহাম্মদ (৫৫) এর বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিবার (২১ ডিসেম্বর) সকালে মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার মৃত আ: মান্নান উদয়ের মেয়ে নাসিমা আহাম্মদ (৫৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে, বাদী-বিবাদী চাচা-ভাতিজী বলে জানা গেছে।

অভিযুক্তরা হলো, মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ী এলাকার মৃত ফজর আলীর ছেলে জামায়াত ইসলামী নেতা কফিল আহাম্মদ, কফিল আহাম্মদের ছেলে মো: সিফাত (৩০) ও আশফাক আহাম্মদ (৩২) এবং তার স্ত্রী ফাতেমা (৪৫) সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী।

অভিযোগ পেয়ে একই দিন বেলা ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে নালিশা ভুমিতে জামায়াত নেতা কফিল আহাম্মদের নেতৃত্বে চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় পুলিশ এবং গনমাধ্যম কর্মীদের সামনেই অভিযুক্ত জামায়াত নেতা বাদী ও তার পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ করেছে বলে জানা গেছে।

অভিযোগে ভুক্তভোগী নাসিমা আহাম্মদ উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ মৌজাস্থীত আর, এস ১৫৩৪, নামজারী ৪৩৭১ নং খতিয়ানভুক্ত আর. এস ৪৬৫৮ দাগের নাল ১২ শতাংশের কাতে ৩ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছে। উক্ত সম্পত্তিটি অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখলের জন্য পায়তারা করে আসছে।

অভিযুক্ত জামায়েত ইসলামের কর্মী সমর্থক হওয়ার সুবাদে বর্তমানে তিনি তার দলীয় ক্ষমতা দেখিয়ে উক্ত কর্মকান্ড করছে। আজ সকাল ৯ টায় তার মালিকানাধীন সম্পত্তি জবর দখল করার জন্য তাদের দখলীয় জমিতে উপস্থিত হয়ে তাকে ও তার মা, ছোট ভাই ও বোনদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে জায়গা ছেড়ে দিতে বলে এবং তাদের সন্ত্রাসীদের নিয়ে তার উক্ত জমির উপর বসতি নির্মান করবার জন্য কাজ করতে থাকে।

এসময় তিনি অভিযুক্তদের কাজে বাধা প্রদান করলে অভিযুক্ত কফিল আহাম্মদ তাকে অকথ্য ভাষায় গাল মন্দ করে প্রান নাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাসাবে বলে হুমকি-ধামকি প্রদান করে।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, তপছিলের সম্পত্তি সম্পর্কে তিনি নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত হতে বিগত ২০২৩ সালের ১৫ মে তারিখে দেওয়ানী মোকদ্দমা-১৪৬/২০২০ মূলে রায় এবং একই বছরের ২৩ মে স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী পান যা অদ্যবধি বহাল আছে।

অভিযোগকারী নাসিমা আহাম্মদ বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জামায়াত নেতা কফিল আহাম্মদের ছেলেরা সাবেক কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আনোয়ার ইসলামের প্রভাব খাটিয়ে আমাদের উপর জোর-জুলুম করেছে। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আবারও জামায়াতের প্রভাব খাটিয়ে আমাদের উপর জোর খাটিয়ে জমি দখলের পায়তারা করছে। 

এ বিষয়ে জামায়াত নেতা কফিল আহাম্মদ জানান, এই জায়গাটি আমার আপন ভাইয়ের। আমি ক্রয় সূত্রে এই জমির মালিক। যারা এই জমির মালিকানা দাবী করছেন তারা প্রকৃত পক্ষে মালিক নন। 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দোহা জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে জানা যাবে জমির প্রকৃত মালিক কে। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান করা হয়েছে।  
 

সম্পর্কিত বিষয়: