নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ফেরী দূর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০১, ২১ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ফেরী দূর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফতুল্লার বক্তাবলীতে ধলেশ্বরী নদী পারাপারের সময় চলন্ত ফেরী থেকে একটি ট্রাকসহ ৫ যানবাহন মাঝ নদীতে পড়ে তলিয়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে।

ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরআগে শনিবার রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝ নদীতে হঠাৎ করে ট্রাকটি স্টাট হয়ে যায়।

পরে ট্রাকের সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ট্রাকের ধাক্কায় নদীতে পড়ে তলিয়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রন হারিয়ে নদীতে পড়ে যায়। 

এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হয়। এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে রাত দেড়টার দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। 

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)।

তিনি আরও  জানান, ধারণা করা হচ্ছে, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলে স্টিয়ারিংয়ে বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। 

এদিকে ফেরী থেকে ৫ টি যানবাহন পড়ে ৩ তিনজন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওদিকে রোববার দুপুর থেকে বিআইডব্লিউটিএ দুর্ঘটনার স্থল অভিযানের প্রাথমিক কার্যক্রম নদীর পানি গভীরতা পরিমান নির্ধারন কাজ শুরু করেছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, নদীর গভীরতা পরিমাপ হলে পর্যায়ক্রমে ডুবে যাওয়া যানবাহন উদ্ধার কাজ শুরু করা হবে।

এদিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, যে ট্রাকচালক এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

একজন নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি, তদন্ত চলমান রয়েছে। যেসব যানবাহন নদীতে তলিয়ে গেছে সেগুলো কীভাবে উদ্ধার করা যায় তা নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

সম্পর্কিত বিষয়: