নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে যুবককে রাতভর নির্যাতন চালিয়ে মুক্তিপন আদায়, মোটরসাইকেল লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৬, ২৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে যুবককে রাতভর নির্যাতন চালিয়ে মুক্তিপন আদায়, মোটরসাইকেল লুট

বন্দরে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ী ফেরা পথে মোটর সাইকেল আরোহী যুবকে রাস্তা থেকে তুলে নিয়ে রাতভর শারীরিক নির্যাতনের পর মোটরসাইকেল ও মুক্তিপনের দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন ও আসলাম গংদের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভূক্তভোগী মোটর সাইকেল আরোহীর পিতা আল ইসলাম বাদী হয়ে গত রোববার (২১ ডিসেম্বর) রাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী  সুজন, আসলাম, জাবেদ, ইমন ও জীবনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর)  রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত প্রায় এক বছর পূর্বে অভিযোগের বাদী আলী ইসলাম একটি সুজুকি ব্রান্ডের জিক্সার ২০১২ মডেলের মোটরসাইকেল ক্রয় করে।  ওই মোটরসাইকেলটি  বাদী নামে রেজিস্ট্রেশন করে যাহার রেজি নং- ঢাকা মেট্রো ল. ৫৯-৮৯০৮, চেসিস নম্বর- জগইখ উখ২৩ঋ-১০২১৮১, ইঞ্জিন নং- ঈঔঅ২-৮৫২৩৫০।  

পরে মোটরসাইকেলটি অভিযোগের বাদী ছেলেকে বাবহার করতে দেয়। এর ধারাবাহিকতা গত সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় অভিযোগের বাদীর ছেলে  প্রয়োজনীয় কাজে বন্দর থানাধীন মদনপুর এলাকায় আসে। ওই সময় সকর বিবাদীগণ আমার ছেলেকে রাস্তা থেকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে নির্জন জায়গায় আটক রেখে রাতভর অমানবিক নির্যাতন চালায়। 

পরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় বিবাদীরা আমার ছেলের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে আমাকে ও আমার পুত্রবধুকে ফোন দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে আমি ও আমার পুত্রবধূ নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে আমার ছেলেকে বাড়িতে আনি। মোটরসাইকেলটি বিবাদীগণ জোরপূর্বক রেখে দেয়। 
 

সম্পর্কিত বিষয়: