নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৭, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩১, ৩১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৭, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে পৈত্রিক সম্পত্তি জোর-দখলের কেন্দ্র করে প্রতিবেশী সাঙ্গপাঙ্গদের অতর্কিত সন্ত্রাসি হামলায় নারীসহ ৭ জন রক্তাক্ত জখমে আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

আহতরা হলো- আমজাদ হোসেন(৫৫), আরাফাত আলী(৪৫), ইতি আক্তার(৩০), সরাফত(৪৮), শাওন(২৩), নিপা বেগম (৩৬) ও রাইছা (১৬)। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া এলাকায়।

এ ঘটনায় মিজমিজি বাতানপাড়া এলাকার মৃত জুলহাস ভূইয়ার ছেলে আহত আরাফাত আলী চিকিৎসা শেষে বাদী হয়ে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। 

হামলাকারীরা হলো- সিদ্ধিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া এলাকার মৃত আব্দুল কাদির এর ছেলে, হিমেল, হাসিবুর ও মিলন এবং একই এলাকার কামাল ভূইয়ার ছেলে সজিব ও মৃত দুলাল ভুইয়ার ছেলে কামাল সহ অজ্ঞাতনামা আরো ৬ থেকে ৭ জন হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী আরাফাত আলী অভিযোগে উল্লেখ করেছেন, সিদ্ধিরগঞ্জ মৌজাস্থিত মিজমিজি বাতানপাড়া এলাকায় ১৭ শতাংশ সম্পতি পৈত্রিকসুত্রে জমি মালিক হয়ে নিজ নামে সকল প্রকার সরকারী খাজনা আদায়ে নামজারী ও ভোগ দখল করে আসছি। উল্লেখিত বিবাদীরা আমার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি বিবাদীরা দখল করার উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসি কার্যকলাপ করে আসছে। 

অভিযুক্তরা আমাদের জমি জোরপূর্বক দখলের অপচেষ্টায় দ্বন্দে উক্ত সংক্রান্তে গত ২০১২ সালে বিবাদীরা ত্রিশ হাজার টাকা নিয়া একটি স্ট্যাম্প করে পরবর্তীতে কোন সমস্যা করিবেনা। কিন্তু তারা আমাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করে। গত ১৯ নভেম্বর তারিখে আমরা বিজ্ঞ আদালত থেকে রায়পাই। 

এরপর থেকেই বিবাদীরা আমাদের উপর আরো উশৃঙ্খল হয়ে মঙ্গলবার ৩০ ডিসেম্বর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা সন্ত্রাসিরা পরিকল্পিতভাবে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। 

লাঠি, সোটা দিয়ে আমাদের শরীরের বিচ্ছিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে। এসময় বিবাদীরা বহিরাগত সন্ত্রাসিদের দিয়ে আমার ছোট বোন পারুল এর স্বামী আমজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। 

বাড়ির মেয়েদের মানহানীর উদ্দেশ্যে শ্লীলতাহানীর চেষ্টায় শরীরের স্পর্শকাতর করে বিভিন্ন স্থানে এবং চড় থাপ্পর মেরে আঘাত করে। 

এক পর্যায় আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ থানপুর তিনশ শয্যা হাসপাতাল পাঠায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে আইনি সহায়তা জন্য থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।

এঘটনার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন খালাশী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।