নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ জানুয়ারি ২০২৬

বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৮  শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৯, ১১ জানুয়ারি ২০২৬

বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৮  শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার কক্ষে কম্প্রেসার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলেন- মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)।

আরেকজনের নাম জানা যায়নি। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।   

শনিবার সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়। 

রাত ১০টায় জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।

আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আহতরা হাসপাতালে আছেন। তবে তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, বয়লার রুমে থাকা হিট এক্সচেঞ্জার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।
 
 

সম্পর্কিত বিষয়: