সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মাদ আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৮টার দিকে গোদনাইল নয়াপাড়া হৃদয়মনি স্কুল সংলগ্ন একটি খালে ওই ড্রামটি ভাসছিল। ড্রামটি থেকে পরে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক। মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। নিহত মোহাম্মাদ আলী (৩২) ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার খালে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে এর ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আব্দুল বারিক জানান, নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি ছিল এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।


































