নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ জানুয়ারি ২০২৬

বন্দরে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪১, ২৩ জানুয়ারি ২০২৬

বন্দরে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো কুমিল্লা জেলার বি-পাড়া থানার গঙ্গানগর এলাকার আরফা মিয়ার ছেলে রুবেল (৩৮) ও একই এলাকার জামাল মিয়ার ছেলে মোহাম্মদ (৩৫)। 

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এটিএসআই তাজুল ইসলাম  বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৪(১)২৬। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী)  বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কামতাল বাশার পেপার মিলের সামনে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেস তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এটিএসআই তাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২ জন মাদক কারবারি ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ঢাকা মেট্রো ব ১৪-৬৪৪১ নাম্বার যাত্রীবাহী বাস যোগে গাঁজা নিয়ে ঢাকা উদ্দেশ্য আসছে।

বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে ওই দিন বিকের সাড়ে ৪টায় কামতাল বাশার পেপার মিলের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে উল্লেখিত গাঁজা উদ্ধারসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।  
 

সম্পর্কিত বিষয়: