বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেঁজি গাঁজাসহ কুমিল্লার মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিল্লাল হোসেন বি বাড়ীয়া জেলার কসবা থানার রুগুরামপুর এলাকার জলিল মিয়ার ছেলে।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ সোহাগ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৫(১)২৬।
গ্রেপ্তারকৃতকে শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেল সাড়ে সাড়ে ৪টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কামতাল বাশার পেপার মিলের সামনে ঢাকাগামী যাত্রীবাহী এশিয়া এয়ারকন পরিবহনে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই সোহাগ জানান, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কামতাল বাশার পেপার মিলের সামনে
ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের ঢাকা মেট্রো ব ১৫- ১৯৭৬ নাম্বারের তল্লাশি চালিয়ে ২ কেঁজী গাঁজাসহ মাদক কারবারি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধৃত মাদক ব্যবসায়ী বিল্লাল দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।


































