নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:৩৮, ১৫ জুলাই ২০২৫

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

 সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা  এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদ এর ওপর গুপ্ত সংগঠন  কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল করেছ নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে শহরে চাষাড়া থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি পায়েলের সার্বিক তত্ত্বাবধানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এরআগে ছাত্রদলের নেতাকর্মীরা চাষাড়া বাগানবাড়িতে অবস্থান করেন। 

এসময় তারা মশাল হাতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তুলেন।

বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক  ফতেহ মোঃ রেজা রিপন এর সাথে  সাক্ষাৎ করেন নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। বিএনপির সুনাম যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে আমরা পায়েলের  নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি করছি। 

 পায়েল বলেন,  যেসব গুপ্ত সংগঠন বিএনপির নাম কলঙ্কিত করছে এবং তারেক রহমানের নাম কলঙ্কিত করছে এই কলঙ্কের প্রতিবাদে আমরা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছি। 

তারেক রহমান আমাদের গণতন্ত্র রক্ষার প্রতীক তাকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের কাউকে ছাড় দিয়ে কথা বলবো না।