
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের জন্য দোয়া করা হয়।
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু'র সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাজু, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ শোয়েব হাওলাদার, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপত আবু সুফিয়ান জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী কর্নিয়া, ছাত্রদল নেতা অভয়, কাউসার, সিয়াম, জিহাদ, নাফিউ প্রমুখ।