নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলনের গণ সমাবেশ ও মিছিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামি আন্দোলনের গণ সমাবেশ ও মিছিল

দেশের ‎মৌলিক সংস্কার জুলাই গণ হত্যার বিচার ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

‎‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া প্রেসক্লাব চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে গণ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসসামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

‎‎‎প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম বলেন,  দেশের বর্তমান সংকট নিরসনে একটি ত্রুটিমুক্ত নির্বাচন ব্যবস্থা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, প্রচলিত 'ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট' পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং রাজনীতিতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব হ্রাস পাবে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে জুলাই মাসের গণহত্যা এক কালো অধ্যায়। এই বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

‎‎সভাপতির বক্তব্যে  মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, দেশের মানুষ এখন একটি পরিবর্তন চায়। মৌলিক সংস্কারের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন আমরা একটি শক্তিশালী, স্থিতিশীল ও জবাবদিহিমূলক সরকার চাই।

আর এই সরকার গঠন করতে পারে কেবল আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতি প্রবর্তিত হলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি আমূল পরিবর্তন আসবে। জনগণের আস্থা ফিরে আসবে

‎‎এসময় ইসলামী আন্দোলন নারায়নগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে ও মোঃ জুবায়ের আলম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মুফতি ইসমাইল সিরাজি,, হাজ্বী আমান উল্লাহ, মোঃ মামুনুর রশিদ, মোঃ আব্দুল হান্নান, মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, এড, শফিকুল ইসলাম, মুফতি ইসহাক আল ফরিদী, মোঃ রুবেল সহ প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: