নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫

আমরা ১৫ বছর কষ্ট করেছি সেই কষ্টের ফসল কিন্তু সামনে নির্বাচন : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৬, ৮ অক্টোবর ২০২৫

আমরা ১৫ বছর কষ্ট করেছি সেই কষ্টের ফসল কিন্তু সামনে নির্বাচন : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনারা জানেন দেশে একটি অন্তবর্তী কালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই অন্তবর্তী কালীন সরকারের প্রধান দায়িত্ব হলো এদেশে একটি সুষ্ঠু নির্বাচন করা।

সেই সুষ্ঠু নির্বাচনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হে নির্বাচনে আমরা ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু সেই নির্বাচনকে আমাদেরকে অনেক কিছুই ভাবলে চলবে না।

আপনাদেরকে অবশ্যই কিন্তু খরগোশ ও কচ্ছপের কিচ্ছা মনে আছে। খরগোশ ও কচ্ছপের যে দৌড় হয়েছিল। সেই দৌড়ে কিন্তু খরগোশ মধ্যবতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর কচ্ছপ কিন্তু আস্তে আস্তে গিয়ে সে কিন্তু বিজয় হয়েছিল। আর আমরা কিন্তু সেই খরগোশ এর মতনই আচরণ করছি। আমরা যেন সেই খরগোশের আচরণ না করি।  

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন গোগনগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

বুধবার (৮  অক্টোবর) বিকেল নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

তিনি বলেন, আমরা মনে হয় বর্তমানে ঘুমিয়ে আছি সেই ঘুম ভেঙ্গে আমাদেরকে সজাগ হতে হবে। আগামী নির্বাচনে বিএনপি তথা ধানের শীষকে বিজয় করতে হলে আগামী কয়েক মাস আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আর সকল ভেদাভেদ ভুলে কি আমাদের নেতাকর্মীদেরকে এক হতে হবে।

আমরা যদি এক হতে না পারি তাহলে কিন্তু অন্য দল বিজয়ী ছিনিয়ে নিবে। এটা কিন্তু আমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে।  আমরা ১৫ বছর কষ্ট করেছি সেই কষ্টের ফসল কিন্তু সামনে নির্বাচন। সেই ফসল যদি আমাদের জন্য অন্য কেউ ঘরে তুলে নেয় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য হবে অনেক কষ্টের হবে।

যদি অন্য কেউ নির্বাচিত হয় তাহলে সে গত ১৫ বছরের মতন আমাদের উপর আবারও নির্যাতন আসবে। জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হবে। 

তিনি আরও বলেন, সুতরাং আপনাদের প্রতি অনুরোধ এই গোগনগর হলো বিএনপির ঘাঁটি। গোগনগর ইউনিয়নের মানুষ বিএনপিকে অনেক ভালোবাসে। আপনারা গ্রুপ নিয়ে না জড়িয়ে সবাই ঐক্যবদ্ধ থাকেন ,বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে থাকেন এবং ধানের শীষের পক্ষে থাকেন। আগামী নির্বাচনে যাকে দল থেকে নির্বাচিত করে ধানের শীষের প্রার্থী দিবে তার সাথে ঝাঁপিয়ে পড়ে কাজ করে বিজয় করবেন। 

গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক,গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন শিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ- সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ফকির, সাংগঠনিক সম্পাদক মঈনুল হাসান লিমন, মো. লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাসেল আহমেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান,  বিএনপি নেতা জামাল হোসেন, আব্দুল লতিফ, কবির হোসেন, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পপি আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।