নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ৩৮ মাস পর বিএনপি নেতা টিপু-সেন্টু এক মিটিংয়ে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ১৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ৩৮ মাস পর বিএনপি নেতা টিপু-সেন্টু এক মিটিংয়ে

‎দীর্ঘ ৩৮ মাস পর বিএনপি নেতা টিপু-সেন্টু তাদের নেতৃত্বের মান অভিমান ভুলে নারায়ণগঞ্জ- ৫ আসনের (সদর- বন্দর উপজেলা) বিএনপি মনোনয়ন প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনী পরিচালনা প্রস্তাবিত সভায়।

‎‎রোববার সন্ধ্যায় ৬টায়  নগরীর মিশন পাড়া হোসিয়ারী কমিনিটি সেন্টার এ নারায়ণগঞ্জ- ৫ আসনের (সদর- বন্দর উপজেলা)বিএনপি মনোনয়ন প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনী পরিচালনা করার জন্য কমিটি গঠনের একটি সভা অনুষ্ঠিত।

‎আলোচনায় সভায় সদর উপজেলা ও বন্দর উপজেলা কিভাবে নির্বাচন হবে তার উপর নীতিগতভাবে একটি সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। সেই সিদ্ধান্তে একটি খসড়া কমিটি গঠন করা হয়।

‎গঠিত প্রস্তাবিত কমিটি ও উপদেষ্টা কমিটি প্রার্থী মাসুদুর জামানের বরাবর পাঠানো হবে। ‎এ কমিটিতে নিম্নতম ৭১ বিশিষ্ট একটি প্রস্তাবিত কমিটির ও উপদেষ্টা কমিটির হ্রাস ও বৃদ্ধি নির্ভর করছে প্রার্থীর অনুমোদনের উপর।

‎এ সময় মহানগর বিএনপি সদস্য সচিব এড. আবুল আল ইউসুফ খান টিপু সভায় প্রস্তাব রাখেন তাকে কমিটিতে আহ্বায়ক হিসাবে রাখলে ন্যায়-নীতির ও বিশ্বস্ততার সথে কমিটি পরিচালনা করবেন বলে জানান।

এ বিষয় কারো আপত্তি আছে কি না। সভায় তার এ প্রস্তাবকে মেনে নেন বলে জানা যায়। সভায় উপস্থিত সকলে প্রস্তাব রাখেন ইমানের সহিত সততার সাথে যেনো কমিটি পরিচালনা করবেন, এব্যাপরে সকলেই তাকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

‎এসময় এ সভায় সভাপতিত্ব করেন  মহানগর বিএনপির সদস্য সচিব ও না.গঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনী প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মো আবু আল ইউসুফ খান টিপু।

‎এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, ফতে আলী রেজা রিপন, সদস্য হাজী ফারুক হোসেন,সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, থানা বিএনপি সভাপতি শাহেনশাহ, বন্দর উপজেলা সভাপতি হিরন, সাধার সম্পাদক লিটন, বিএনপির সবেক সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির,

‎এ কমিটি গঠনের পূর্বে মিটিংয়ে নারায়ণগঞ্জ জেলার বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবকে দায়িত্ব দেয়া হয় দলের বিভক্তি দূর করে সমন্বয় কমিটি গঠন করে ও দলের গতি বৃদ্ধি করার জন্য।

‎এসময় সভায় সিদ্ধান্ত নেয়া হয় মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় যেসকল বিভক্ত কমিটি সৃষ্টি হয়েছে তাদেরকে নির্বাচনী পরিচালনা কমিটিতে সমন্বয় করার জন্য।

‎এছাড়া ওয়ার্ড থেকে শুরু করে মহানগর পর্যায় দলের বাহিরে যারা আছেন তাদের এ কমিটি যোগ করা হবে বলে কমিটিতে সিদ্ধান্ত নেয়া বলে জানা যায়।