নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ মে ২০২৫

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ১৯ মে ২০২৫

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মাতৃপূজা অনুষ্ঠিত 

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৬ষ্ঠ পর্যায়) এর উদ্যোগে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ মে) বিকেল তিনটায় শহরের আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্ৰহ মন্দির গীতা শিক্ষা কেন্দ্রের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে মাতৃ পূজায় অর্ধশতাধিক শিশু ও তা মাকে নিয়ে অংশগ্রহণ করেন এবং মাতৃ পূজা করেন। পূজা শেষে শিশুরা তাদের মাকে উৎসর্গ করে মায়ের প্রশংসা করে নানা ধরনের বক্তব্যে উপস্থাপন ধরেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকল্প পরিচালক শ্রী শ্যামল কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি ফিল্ড সুপারভাইজার মো. ইমরান হোসেন, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল, শ্রী শ্রী বালা জিউর বিগ্ৰহ মন্দির সভাপতি শ্রী বিপ্লব কুমার সাহা, সদস্য শ্রী বিশ্বনাথ কর্মকার, নারায়ণগঞ্জ জেলা শারদাঞ্জলি ফোরামের সভাপতি শ্রী আশিষ কুমার দাস, সহ-সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক উৎপল সাহা, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কার্তিক সূত্রধর, শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, জয়ন্ত কুমার সাহা পিংকু, ভুবন বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ কর্মকার, গীতা শিক্ষক সঞ্জিত দাস, স্কুল শিক্ষিকা সুস্মিতা সরকার, শ্যামলী রানী দাস, লক্ষী চক্রবর্তী, নুপুর দাস। 

সার্বিক তত্ত্বাবধানে আমলাপাড়া শ্রী শ্রী বালা জিউর বিগ্রহ মন্দিরের গীতা শিক্ষিকা মমতা কর্মকার। সঞ্চালনায় শ্রাবন্তী কর্মকার ও হৃদীতা সাহা মেঘলা।
 

সম্পর্কিত বিষয়: