নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রায়হান কবির। সোমবার (১৭ নভেম্বর) বিকালে ৩টার দিকে তিনি এ দায়িত্ব নেন।
এ সময় তাকে ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার , নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগ, জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
পরে তিনি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং ট্রেজারি শাখায় প্রবেশ করলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, নারায়ণগঞ্জকে একটি সমন্বিত, আধুনিক ও নাগরিকবান্ধব জেলায় রূপান্তরিত করতে তিনি কাজ করে যাবেন। উন্নয়ন প্রকল্পের সঠিক তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়ানো হবে তার প্রধান অগ্রাধিকার।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের জনবিভাগে উপসচিব পদে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো তিনি জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত হলেন।
কর্মজীবনে মো. রায়হান কবির সেবা, আইসিটি, আবেদন ও তহবিল এবং সংবিধান ও আইন সম্পর্কিত শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা যায়, সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় এবং দ্রুত জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সুপরিচিত।
এদিকে জেলার বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠন নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছে যে তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে।


































