নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

এনএসআরসি ৯৭ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৫৫, ২৩ জানুয়ারি ২০২৩

এনএসআরসি ৯৭ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘চল্লিশ পেরুলেই চালসে’-কথাটা ভুল প্রমাণ করতে দেশব্যাপী বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঠমুখী হতে দেখা যাচ্ছে অহরহ। দু’দশক আগে যারা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে শিক্ষা ও পেশায় মনোনিবেশ করেছিল, তারাই এখন নিজের শরীরটাকে সুস্থ রাখতে নিয়মতি খেলছেন ক্রিকেট-ফুটবল থেকে শুরু করে নানা খেলা। এর ব্যতিক্রম নয় ব্যাচ-৯৭-এর শিক্ষার্থীরা।

 

গত শনিবার যেমন নারায়ণগঞ্জে মেতে উঠেছিলেন এই ব্যাচের এক ঝাক শিক্ষার্থী। নারায়ণগঞ্জ ৯৭ স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব (এনএসআরসি৯৭) সেদিন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মোহসিন ক্লাব মাঠে দিনব্যাপী আয়োজন করে ছয় দলের ফুটসাল টুর্নামেন্ট। ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের প্রায় দুইশ শিক্ষার্থী অংশ নেয় এই বর্নাঢ্য আয়োজনে।

 

দিন শেষে ফাইনালে খিলগাঁও রকার্জকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে সুলতানস অব ঢাকা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও মোহসিন ক্লাবের সহ-সভাপতি স্বপন। আসরে দুই ফাইনালিস্ট ছাড়াও অংশ নেয় গুলশান বয়েজ, ঢাকা ডেজলারস, গ্লোরিয়াস মুন্সিগঞ্জ ও আয়োজক এনএসআরসি৯৭।
 

সম্পর্কিত বিষয়: