নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

‘তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল-২০২৫’  না’গঞ্জের হোম ভেন্যুর খেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল-২০২৫’  না’গঞ্জের হোম ভেন্যুর খেলা অনুষ্ঠিত

‘তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল-২০২৫’ না.গঞ্জের হোম ভেন্যুর খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ফতুল্লার ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ খেলার আয়োজন করে।

নারায়ণগঞ্জ জেলা ফুটবল ধঅ্যাসোসিয়েশনের সভাপতি মো: শহীদ হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, জেলা সিলি সার্জন মশিউর রহমান, আন্তজেলা জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫’র অর্গানাইজং কমিটির চেয়ারম্যান মো: ওয়াহিদ উদ্দীন হ্যাপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির ও ফুটবল খেলার নারায়ণগঞ্জের টিম লিডার মশিউর রহমান রনিসহ আরও অনেকে।
 

সম্পর্কিত বিষয়: