নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩নং ওয়ার্ডের রসুলবাগ বালুর মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। 

৪০টি টিম নিয়ে গঠিত বিশাল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাঁঠাল বাগান বনাম কাকা সুপার কিংস। উদ্বোধনের খেলায় কাকা সুপার কিংস ৩-০ গোলে কাঁঠাল বাগান পরাজিত করেন। 

প্রধান অতিথি বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আরাফাত রহমান কোকো ছিল একজন ক্রীড়াবিদ। দেশের কি ক্রীড়াঙ্গনে তিনি ব্যাপক উন্নয়ন করেছিল।

কিন্তু বিগত সরকার সাড়ে ১৫ বছর ক্ষমতা থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গনের পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করে দিয়েছে। কিশোরদের  হাতে খেলাধুলার পরিবর্তে মাদক তুলে দিয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজার অভয়ারণ্য হিসেবে যুব সমাজকে ব্যবহার করেছিল। 

তিনি আরও বলেন, আমরা এদেশের যুবসামাজও ছাত্রসমাজসহ সবাইকে মূলস্রোতে রাখতে চাই। বেশি বেশি করে খেলাধুলা আয়োজন মাধ্যমে তাদের সমাজকে সুন্দর করে গঠন করে দিতে চাই।

আগামীতে যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে কি ক্রীড়াঙ্গনে আরো বেশি বেশি করে আমরা যুব সমাজের জন্য কাজ করব। আর আমাদের নেতাকর্মীদেরকে সমাজে ভালো কাজ করার মত মানুষের হৃদয় অবস্থান করতে হবে।  আর সমাজে কোন খারাপ কর্মকাণ্ড করা যাবে না। 

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের বদনাম হয় এমন কর্মকান্ডের মাধ্যমে যোগদান কর্মীদেরকে অংশগ্রহণ করা যাবে না। এবং যুবদলের নেতাকর্মীরকে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

সমাজের জন্য কেউ কোন ধরনের খারাপ কাজ করা চেষ্টা করলে তাহলে আপনারা তা প্রতিহত করবেন। বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করবেন আর মাদককে না বলবেন। সমাজে ভালো কাজ করবেন আর মন্দ কাজ থেকে বিরত থাকবেন। আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী ভালো কাজের সাথে আছি এবং থাকবো। 

সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহসান খলিল শ্যামল, মোফাজ্জল হোসেন আনোয়ার, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি,রিয়াজুল আলম ইমন, শাহীন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম মাহমুদ অন্তু, সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহীম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, সহ-সাধারণ সম্পাদক সম্রাট, সদস্য মনির হোসেন, ছাত্রদল নেতা যোবায়ের, রাকিব সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সাইদুল ইসলাম বাবু, ইব্রাহীম, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা  ইমরান, হিমেল,অনু, আমান, হাসিব, রৌশন, কামরুল, খোকা, রাফি,শান্ত, খোকা, নাজমুল প্রমুখ।