জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ ২০২৫-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফারজানা আক্তার সাথী জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা শিরিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসিনা মমতাজ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ। প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খোরশেদ আলম নাছির, মাহমুদ হোসেন সুজন, মাহবুর রহমান বিজন।
প্রতিযোগীতায় ১২টি ফুটবল ক্লাব হতে ৬০ জন ফুটবল প্রতিযোগিদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং প্রতিযোগতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার, জার্সি ও প্যান্ট বিতরণ করাহয়।
জেলা ক্রীড়া অফিসার, ফারজানা আক্তার সাথী জানান, ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণের জন্য ১২ দিন ব্যাপী চলমান ২১ টি সেশন সম্পন্ন করা হবে।


































