নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে ১ম বিভাগ দাবা লীগ আয়োজনে প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৫, ১০ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জে ১ম বিভাগ দাবা লীগ আয়োজনে প্রস্তুতি সভা

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১ম বিভাগ দাবা লীগ শুরু হতে যাচ্ছে।  এ দাবা লীগ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টার সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের র্কাযালয় সমে¥লন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 


নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও নারায়ণগঞ্জ জেলা দাবা উপ-কমিটির সভাপতি  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থর সংশ্লিষ্ট র্কমর্কতাগন উপস্থিত ছিলেন। 


সভার শুরুতেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও নারায়ণগঞ্জ জেলা দাবা উপ-কমিটির সভাপতি  মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভায় দাবা লীগ আয়োজন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা গ্রহনসহ দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। 


এদিকে, উক্ত দাবা লীগে অংশ নিতে আগ্রহী ক্লাবকে আগামী ১২ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১২ টার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। 


এছাড়াও বিস্তারিত মোস্তফা কাওছার  মোবাইল নং-০১৮১১৫৩৭৮৮৫, জাহাঙ্গীর ইসলাম মোবাইল নং-০১৬৩৮৭৩৮৬২০, আবদুল করিম মোবাইল নং-০১৯১৭০৯৫৩৫৫ এ যোগাযোগ করলে জানা যাবে। 

সম্পর্কিত বিষয়: