নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা নিয়ে শিক্ষার্থীদের সেমিনার ও কুইজ উৎসব

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ২৭ অক্টোবর ২০২৪

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা নিয়ে শিক্ষার্থীদের সেমিনার ও কুইজ উৎসব

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা নিয়ে শিক্ষার্থীদের সাথে গুরুত্বপূর্ণ এক সেমিনারের আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন ও লাল সবুজ সোসাইটি। রোববার (২৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

জলবায়ু ও কুইজ উৎসব সেমিনারে গুরুত্বপূর্ণ সব বিষয় তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা আমাদের সমাজ তথা দেশের জন্য কতটা প্রয়োজনীয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব সামনে কিভাবে ফেলতে পারে, পরিবেশ রক্ষা করা আমাদের সামাজিক জীবনে কিভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এবং এর প্রতিকারগুলো তুলে ধরা হয়।

জলবায়ু নিয়ে বাংলায় করা প্রথম মুভি টু'মোরো  দেখানো হয় শিক্ষার্থীদের। মুভির মূল অংশে রয়েছে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষিত কিভাবে হচ্ছে, এর জন্য দায়ী কে এবং এটি রক্ষায় করণীয় কি। এক কথায় নতুন প্রজন্মের কাছে সচেতনা মূলক বার্তা পৌঁছাবে। 

লাল সবুজ সোসাইটির ন্যাশনা ভলেন্টিয়ার কো অর্ডিনেটর আজিজুন তমা বলেন, নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন কিছু সময় কাটানোর সুযোগ হল। শিক্ষার্থী বন্ধুরা খুব আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে আমাদের সাথে।

জলবায়ু পরিবর্তন বিষয়ক যে গুরুত্বপূর্ণ ম্যাসেজটা তাদের দেয়ার জন্য এসেছিলাম, তাদের রেসপন্স দেখে মনে হচ্ছে সেটা আমরা সফলভাবে করতে পেরেছি।  

আমরা আশা করি নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি কারণগুলো সম্পর্কে সঠিক ধারনা পেয়েছে, কিভাবে এ সমস্যা কমিয়ে আনা যায় এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা জানতে পেরেছে।

পুরষ্কার হিসেবে তাদের ফলজ, বনজ, ঔষধি গাছ দেয়া হয়েছে যেগুলো তারা বিদ্যালয়ের আঙ্গিনায় লাগাবে এবং সেগুলো রক্ষণাবেক্ষণর দায়িত্ব নিবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো: আহসানুল ওয়াহেদ বলেন, আমরা সমাজ তথা দেশকে নিয়ে ভাবছি। জলবায়ু পরিবর্তনে দেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কাজ করছি এবং সবার মাঝে গুরুত্বপূর্ণ মেসেজ ছড়িয়ে দিচ্ছি। আমরা বিশ্বাস করি, এই প্রজন্মকে সাথে নিয়ে জলবায়ু পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলতে পারব। 
 

সম্পর্কিত বিষয়: